হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- হাওড়ায় ডোমজুড় থানা এলাকার বাঁকড়া দক্ষিণ পল্লীতে আদিবাসী সম্প্রদায়ের মানুষের অন্যতম উৎসব করম উৎসব সাড়ম্বরে পালিত হলো। প্রকৃতি ও মানুষের নিবিড় বন্ধন উদযাপনের উৎসবের আরেক নাম করম উৎসব।
আদিবাসীদের মধ্যে শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে হাওড়াতেও সাড়ম্বরে উদযাপিত হয় এই করম উৎসব। আদিবাসী আখড়া সাঁতরাগাছিতে করম উৎসবের আয়োজন করা হয়। যেখানে বহু মানুষ অংশগ্রহণ করেছিলেন।