হাওড়া, ২৫ সেপ্টেম্বর:- “সব হিসেব হবে। পৃথিবী গোল। হতাশ হবেন না। পরিবর্তন হবেই।” হাওড়ায় মন্তব্য শুভেন্দুর। হাসপাতালে দালাল চক্র নিয়ে শুভেন্দু অধিকারী এদিন বলেন, “পুলিশ কিছু করবে না। পুলিশ কিছু করলে হাওড়ার আমতায় বিজেপি করার অপরাধে দলের তফসিলি মহিলা প্রার্থীর ঘর জ্বালিয়ে দিত না। পুলিশ কিছু করলে পাঁচলার হিন্দু গ্রামটার ওই অবস্থা হত না। বিজেপির মনসাতলা পার্টি অফিস যখন পোড়ানো হয়েছিল তখনও পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছিল। সব হিসেব হবে। পৃথিবী গোল। হতাশ হবেন না। পরিবর্তন হবেই।”
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন শুভেন্দু। প্রসঙ্গত, হাওড়ার উলুবেড়িয়া পৌরসভার অন্তর্গত ২৯ নম্বর ওয়ার্ডের কিষাণ মান্ডির সামনে পণ্ডিত দীনদয়ালজির জন্মদিবস উপলক্ষে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর জন্মদিবস উপলক্ষে সেবা সপ্তাহে এক সভায় সোমবার উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ডেঙ্গু প্রতিরোধ করতে মশারি বিতরণের পাশাপাশি উপস্থিত সকলকে লাড্ডু বিতরণ করা হয়।