এই মুহূর্তে জেলা

বাজ পড়ে মৃত্যু একাধিক হনুমানের, অসুস্থ একাধিক।

নদীয়া, ২৫ সেপ্টেম্বর:- গাছে বাজ পড়ে মৃত্যু হল দুটি হনুমানের। বাজ পড়ে আহত হয় আরো বেশ কয়েকটি হনুমান। উদ্ধার কার্যে ঘটনাস্থলে দোমকল ও বনদপ্তরের কর্মীরা ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়। নদীয়ার শান্তিপুর ফুলিয়ার প্রফুল্ল নগর কালী মন্দির এলাকার ঘটনা। স্থানীয়দের দাবি, গতকাল রাতে ভারী বৃষ্টিপাত হওয়ার সময় হঠাৎই বিকট শব্দ শুনতে পান তারা। সকালে ঘুম থেকে উঠে দেখে ওই মন্দির প্রাঙ্গণের সামনে একটি বড় গাছে বেশ কয়েকটি হনুমান অসুস্থ অবস্থায় গাছের ডালে রয়েছে। পাশের ডালে দেখে দুটি হনুমান মৃত অবস্থায় রয়েছে।

সাথে সাথেই তারা ফোন করেন বনদপ্তরকে, এর পরেই দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। সোমবার বেলা নাগাদ ঘটনাস্থলে পৌঁছায় দুই দপ্তরের আধিকারিকরা, এরপর বেশ খানিকটা সময়ের চেষ্টায় দুটি মৃত হনুমান সহ অসুস্থ হনুমান গুলিকে উদ্ধার করে তারা। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বাজ পড়ে মৃত্যু হয় ওই দুটি হনুমানের, যদিও মৃত দুটি হনুমানকে ময়না তদন্তের জন্য তারা পাঠিয়েছেন। যদিও দোমকল দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা জানিয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে যে ঘটনা ঘটেছে খুবই দুঃখজনক, কারণ হনুমান বেশিরভাগ গাছেই রাত্রি বাস করে। জলের স্পিড দিয়ে আমরা মৃত দুটি হনুমানকে গাছ থেকে নিচে নামাতে পেরেছি। তবে এই ঘটনায় শোকাহত ওই এলাকার প্রতিবেশীরা। নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট।