হুগলি, ১৪ সেপ্টেম্বর:- চুঁচুড়ার আমড়াতলা গলিতে একটি বহু তলে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল সৃষ্টি হয় আজ বিকেলে। ঘটনা প্রসঙ্গে জানা যায় একটি বেসরকারি সংস্থার পার্লারে ওপর ছাদে কিছু ইলেকট্রিক সরঞ্জাম সম্বন্ধীয় পুরনো ওয়ারিং তার থেকেই ধোঁয়া বেরোতে দেখে স্থানীয় দোকানদাররা। সেই সংস্থার কর্মীরা ধোঁয়া বেরোতে দেখে ছাদে গেলে তারা দেখে তারের ভেতর থেকে আগুন জ্বলছে।
কোথা থেকে আগুন লেগেছে এখনো পর্যন্ত কেউ কিছু বলতে পারছে না। খবর পেয়ে ঘটনাস্থলে চুঁচুড়া থানার পুলিশ। স্থানীয় দোকানদাররা জানায় দীর্ঘদিন তামার তারগুলি ভেতর দিয়ে তামা থাকে সেই তামা বের করার জন্য অসাধু উদ্দেশ্যে কেউ বা কারা আগুনটা ধরেছে বলে প্রাথমিকভাবে অনুমান। এই ঘটনাটি ঘিরে যথেষ্ট রহস্য দানা বেধেছে। স্থানীয় দোকানদাররা এবং সংস্থা কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনে। কোন ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।