কলকাতা, ২৯ আগস্ট:- ঝড়ের দাপট ঠেকাতে এবার সুন্দরবন অঞ্চলে ঝাউ গাছের চারা বসানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মাটি ক্ষয় রোধ করতে এবং বাঁধ বাচাতে নদীর চর বরাবর ইতিমধ্যেই বসানো শুরু হয়েছে ম্যানগ্রোভ চারা। এরপরে স্থির হয়েছে, গ্রাম এবং নদীর পাড়ের মাঝের অংশে এই ঝাউ চারা বসানো হবে। সুন্দরবন উন্নয়ন দপ্তরের এক আধিকারিক জানিয়েছেন, নদীর ওপর দিয়ে ধেয়ে আসা তীব্র হাওয়ার ঝাপটাকে অনেকাংশে রুখতে পারবে ঝাউ গাছ।
ফলে জনবসতিতে পৌছনোর আগেই ঝড়ের শক্তি অনেকটা কমে যাবে। ক্ষয়ক্ষতি কম হবে। আবার নদীর পাড় ধরে ঝাউ বন থাকলে তা দেখতেও ভাল লাগবে। অর্থাৎ গাছগুলি সৌন্দর্যায়নের কাজও করবে। সুন্দরবন উন্নয়ন দপ্তর থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগণার সুন্দরবন অঞ্চলের ১২০ হেক্টর জমিতে ঝাউ চারা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। টেন্ডার ডাকার কাজ শেষ হয়ে গিয়েছে। এই কাজের জন্য বরাদ্দ করা হয়েছে ১ কোটি ৭২ লক্ষ ৪৪ হাজার টাকা।