এই মুহূর্তে জেলা

বাংলা থেকে মুখ্যমন্ত্রীকে উৎখাতের ডাক সুকান্তের।

হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- হাওড়ার সন্ধ্যাবাজারে বিজেপির সভামঞ্চে দাঁড়িয়ে বাংলা থেকে মুখ্যমন্ত্রীকে উৎখাত করার ডাক দিলেন বিজেপির রাজ্য সভাপতি সাংসদ সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার সন্ধ্যাবাজারের বন বিহারী বোস রোডে আয়োজিত ওই জনসভায় উপস্থিত ছিলেন সুকান্ত মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। সুকান্ত মজুমদার বলেন, “আমরা কাঁধে কাঁধ মিলিয়ে এখানে লড়াই করব। আর মুখ্যমন্ত্রীকে এই বাংলা থেকে উৎখাত করব। মুখ্যমন্ত্রী এই বাংলাকে ভাগাড়ে পরিণত করেছেন। একটার পর একটা প্রকল্প ঘোষণা হচ্ছে আর মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন।” তিনি আরও বলেন, “বেচারা অরূপবাবুর (অরূপ রায়) খুব বুকে ব্যথা। মন্ত্রীত্ব চলে গেছে। ঘুম হচ্ছে না। মন্ত্রীত্বটা সবে গেছে। মহামান্য জাস্টিন গাঙ্গুলির এজলাসে সমবায় নিয়ে মামলা হয়েছে।

সিবিআই তদন্ত হচ্ছে। সিবিআই তদন্তটা আরও এগোক, বুকের ব্যথা আরও বাড়বে। ঔর ভী জাদা দর্দ হোগা সিনে মে। চোর গুন্ডাদের রাজত্ব করে দিয়েছে। হাওড়ায় একসময় বিহার, উত্তরপ্রদেশ থেকে লোক কাজ করতে আসত। এখন এরা হাওড়াকে শ্মশানে পরিণত করে দিয়েছে।” পরে সুকান্ত মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “রাজ্যপালের বিরুদ্ধে মামলা করা যায় কিনা এটা আইন বিশেষজ্ঞরা বলতে পারবেন। উপাচার্যরা কোন ইস্যুতে এটা করেছেন তা আমার জানা নেই। জানা থাকলে সঠিক উত্তর দিতে পারতাম। এর আগে উপাচার্য নিয়োগ অবৈধ হয়েছে। কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য একজন কলেজের প্রিন্সিপাল হতে পারেন না। উপাচার্য হবার প্রথম শর্ত হচ্ছে প্রফেসর পদে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এদের এজিপি সমান। কিন্তু প্রিন্সিপাল ও উপাচার্য সমগোত্রীয় পদ নয়। মুখ্যমন্ত্রী জানেন না করে দিয়েছেন।”