কলকাতা, ১৪ সেপ্টেম্বর:- এরাজ্যের ছেলেমেয়েদের স্প্যানিশ ভাষা শেখার জন্য রাজ্যে একটি উৎকর্ষ কেন্দ্র তৈরি করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্পেন সফরের দ্বিতীয় দিনে আজ মুখ্য সচিব হরীকৃষ্ণকে দ্বিবেদীকে সঙ্গে নিয়ে তিনি এ বিষয়ে স্পেন সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পরে মুখ্যমন্ত্রী জানান বিদেশে পড়াশোনা করার জন্য ছেলেমেয়েদের বিভিন্ন ভাষা শেখার আগ্রহ বাড়ছে। তাই রাজ্যে স্প্যানিশ ভাষা শেখার একটি উৎকর্ষ কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য মন্ত্রীর মুখ্য উপদেষ্টা আলাপন ব্যানার্জি এবং রাজ্যের শিল্প বাণিজ্য সচিব বন্দনা যাদব প্রমুখ। মুখ্য সচিব জানিয়েছেন, রাজ্যে কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয় রয়েছে।
পাশাপাশি সেন্ট জেভিয়ার্স, সিস্টার নিবেদিতার মত অনেক নামি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে।তাদের সঙ্গে চুক্তি করে স্প্যানিশ ভাষা শেখার কেন্দ্র গড়ে তোলার জন্য স্পেন সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এই ভাষা শেখানোর জন্য শিক্ষকদের একটি দলকেও এ দেশে এসে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করতে অনুরোধ করেছেন মুখ্য সচিব। আসন্ন ২১-২২ নভেম্বর বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে সেদেশের সরকারের একটি প্রতিনিধি দল যাতে উপস্থিত থাকেন তার জন্য আমন্ত্রণও জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। সেখানে রাজ্য সরকারের সঙ্গে ভাষা শেখার একটি মৌসাক্ষর যাতে হয়, সে বিষয় ও আলোচনা হয়েছে। তাঁরা সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন বলে ও মুখ্য সচিব জানান। ইতিমধ্যে রাজ্য সরকার একটি নিজস্ব শিক্ষানীতি প্রকাশ করেছে এই এই নীতিতেও বিদেশী ভাষা শেখার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে সে বিষয়ে গুলের মাকে জানানো হয়েছে।