এই মুহূর্তে জেলা

বেলুড় মঠে এসে আপ্লুত স্মৃতি ইরানি।

হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- “আমার মাটি, আমার দেশ” কর্মসূচি উপলক্ষে হাওড়ায় বেলুড় মঠে এসে পৌঁছালেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। মঠে উপস্থিত হয়ে সন্ন্যাসী মহারাজদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন স্মৃতি। মঠের মূল মন্দির সহ বিভিন্ন মন্দির দর্শন করেন।

এর আগে গত ১২ আগস্ট হাওড়ার বাগনানে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে দেউলটিতে এসে শরৎচন্দ্রের বাড়ি থেকে মাটি সংগ্রহ করে “আমার মাটি, আমার দেশ” কর্মসূচির সূচনা করে গিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। ওই মাটি নিয়ে যাওয়া হয়েছিল দিল্লির ‘কর্তব্যপথে’। এদিন বৃহস্পতিবার সেই কর্মসূচিতেই বেলুড় মঠে এসেছেন স্মৃতি ইরানি। এদিন বেশ কয়েকটি আরও কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর।