এই মুহূর্তে জেলা

রিষরায় আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ভুয়ো সিআইডি।

হুগলি, ২৪ নভেম্বর:- গাড়ির সামনে লাগানো পুলিশ বোর্ড লাগিয়ে ঘোড়ার সময় আটক,তল্লাসীতে মেলে আগ্নেয়াস্ত্র কার্তুজ। হুগলিতে ভুয়ো আয়কর অফিসারের পর এবার ভুয়ো সিআইডি ধরা পড়ল। রিষড়ার ৩ নম্বর রেলগেটের সামনে থেকে ভুয়ো সিআইডির পরিচয় দেওয়া ছয়জনকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে নাকা চেকিং করার সময় তিন নম্বর রেলগেট এলাকায় একটি গাড়িকে আটক করে রিষড়া থানার পুলিশ। গাড়ির মধ্যে থাকা ৬ জন ব্যক্তি প্রথমেই নিজেদেরকে সিআইডির অফিসার বলে পরিচয় দেয়। পরবর্তীতে পুলিশের সন্দেহ বাড়লে তাদের থেকে প্রমাণপত্র দেখতে চায় পুলিশ। প্রমাণপত্র হাতে পেতেই পুলিশের পর্যবেক্ষণের পর তারা বুঝতে পারে সমস্ত পরিচয় পত্র জাল।

তারপরেই গ্রেফতার করা হয় ওই ৬ জনকে। অভিযুক্তদের কাছ থেকে দুটি পিস্তল তিনটি ম্যাগাজিন ও ৩২ রাউন্ড গুলি উদ্ধার করেছে রিষড়া থানার পুলিশ। চন্দননগর পুলিশের এক কর্তা বলেন, ধৃত ছয়জন অভিযুক্ত মধ্যে তিন জন অন্ধপ্রদেশের ও তিনজন পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা। পুলিশের অনুমান, ওই ৬ জন ভুয়ো সিআইডি পরিচয় দিয়ে রিষড়ার বাবু নন্দকে নামে একজনকে ভয় দেখাতে এসেছিল। রিষড়ার বাসিন্দা বাবু নন্দ প্রসাদ ওই ছেলেগুলিকে চাকরির প্রতিশ্রুতি দিয়ে তাদের সঙ্গে আর্থিক প্রতারণা করে বলে অভিযোগ। তার প্রতিশোধ নিতেই ওই ৬ জন এসেছিল রিষড়ায়। এর আগেও তারা একবার আগস্ট মাসের প্রথম দিকে এসেছিল বাবু নন্দের কাছে সেখানে তাকে বন্দুকের নলের সামনে ধরে বেধড়ক মারধর করে। সেই ঘটনার পর বাবু নন্দ রিষড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে।অভিযুক্ত ছয়জনকে শ্রীরামপুর আদালতে পেশ করে হেফাজতে নিয়েছে রিষড়া থানার পুলিশ।