এই মুহূর্তে জেলা

প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতালকে কাঠগড়ায় তুলল মৃতের পরিবার।

হুগলি , ৩ জানুয়ারি:- প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতাল কে কাঠগড়ায় তুলল মৃতের পরিবার। মৃতের নাম কৃষ্ণা তাঁতী (২০) বাড়ি চন্ডীতলার নৈটিতে।রবিবার প্রসব যন্ত্রণা নিয়ে শ্রীরামপুর ওয়ালশ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি হয়। বেলায় পুত্র সন্তানের জন্ম দিয়েই কৃষ্ণার মৃত্যু হয়। মৃতার স্বামী উত্তম তাঁতীর অভিযোগ সকালে ভর্তির পরেই আমাকে বলাআ হয় কৃষনার সিজার করা হবে। আমরা সন্মতি দিই। কিন্তু অপারেশন থিয়েটারে আমার স্ত্রী কৃষ্ণাকে নিয়ে যাওয়ার সময় আমাকে খবর দেবে বলে হাসপাতালের কর্মীরা জানিয়ে দেন। কিন্তু বেলায় আমাকে জানানো হয় আমার সন্তান সুস্থ্য থাকলেও আমার স্ত্রীয়ের অবস্থা আশঙ্কাজনক। তাকে আইসিইউ তে ভর্তি রাখা হয়েছে।সেখানে গিয়ে জানতে পাড়ি আমার স্ত্রী কৃষ্ণা আর বেচে নেই। উত্তমের অভিযোগ অপারেশন থিয়েটারে হাসপাতাল ও চিকিতসকের গাফিলতির কারণেই আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত চেয়ে শ্রীরামপুর থানায় ও হাসপাতালের সুপারকে লিখিত অভিযোগ দায়ের করে মৃতের পরিবার।