হাওড়া, ২১ আগস্ট:- বহুতলের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর জখম হলো এক কিশোর। ঘটনাটি ঘটেছে সোমবার হাওড়ার জগৎবল্লভপুর থানার বড়গাছিয়া সন্ধ্যাবাজার এলাকায়। জানা গিয়েছে, এদিন বেলা সাড়ে ১০টা নাগাদ বড়গাছিয়া সন্ধ্যাবাজার লক ফ্যাক্টরি মোড়ে জি এম বিল্ডিং এর চারতলা ছাদে উঠেছিল বছর দশেকের শেখ সামিউল্লা। কোনওভাবে ছাদের একেবারে ধারে চলে যায় ওই কিশোর। তখনই পা ফসকে চারতলা ছাদ থেকে একেবারে রাস্তায় এসে পড়ে সে। ভরা বাজারে এই ঘটনায় তৎক্ষণাৎ হুলুস্থুল পড়ে যায় এলাকায়।
রাস্তার মোড়ে কর্তব্যরত সিভিক ভলেন্টিয়াররা ওই কিশোরকে উদ্ধার করে কাছেই একটি নার্সিংহোমে পাঠায়। অবস্থার অবনতি হওয়ায় ওই কিশোরকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তর করা হয়। স্থানীয়দের দাবি, চারতলা ওই বিল্ডিংয়ের ছাদে অবাধে উঠে পড়া যায়। ছাদের সিঁড়ির কাছে কোনওরকম দরজাও নেই। যে কেউ যখন তখন অনায়াসেই উঠতে পারে ওই ছাদে। ওই কিশোরের পরিবারের অভিযোগ, যদি ছাদে কোনওরকম গেট লাগানো থাকতো বা নিরাপত্তার ব্যবস্থা থাকত তাহলে এই দুর্ঘটনা ঘটতো না।