কলকাতা, ২৩ ফেব্রুয়ারি:- আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য সরকার পুলিশের বিশেষ নির্বাচনী সেল খোলার সিদ্ধান্ত নিয়েছে। বিভিন্ন পদমর্যাদার ৬১ জন পুলিশ আধিকারিকদের নিয়ে রাজ্য সচিবালয় নবান্নে পুলিশ ডিরেক্টরেটে এই সেল খোলা হচ্ছে বলে স্বরাষ্ট্র দফতর সূত্রে জানা গিয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার শেখ মহম্মদ আজিম কে এই সেলের নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনে নিরাপত্তা ও পুলিশি ব্যবস্থা নিয়ে এই সেল নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করবে।