এই মুহূর্তে জেলা

অপহরণের অভিযোগের দু’ঘণ্টার মধ্যেই উদ্ধার নাবালিকা, গ্রেফতার বাউন্সার!

হুগলি, ২১ আগস্ট:- অপহরণের অভিযোগ হওয়ার দু ঘন্টার মধ্যে উদ্ধার নাবালিকা, গ্রেফতার বাউন্সার! ধৃত বাউন্সার গৌরব বিশ্বাস ওরফে ছোটকা কে আজ আদালতে পেশ করে চুঁচুড়া থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবীন্দ্রনগর কলোনীর বাসিন্দা ক্লাস টেনের ছাত্রীর সঙ্গে ফেসবুকে গত সাত মাস আগে আলাপ হয় চুঁচুড়া মিয়ারবেড় পীরতলার বাসিন্দা গৌরব বিশ্বাসের। বছর তিরিশের গৌরব বিবাহিত। স্ত্রী, সন্তান রয়েছে। পেশাগত ভাবে সে বাউন্সার। পার্কস্ট্রিটের একটি বারে কাজ করত। গৌরব ও ওই নাবালিকার সম্পর্ক বাড়িতে জানতে পেরে ছাত্রীর পরিবার আপত্তি করে। রবিবার বিকালে বাড়ি থেকে বেড়িয়ে যায় ওই নাবালিকা, সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় পরিবার খোঁজাখুজি শুরু করে।

পরে চুঁচুড়া থানায় নাবালিকার মা লিখিত অভিযোগ দায়ের করেন ওই বাউন্সারের বিরুদ্ধে। এরপরেই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে চুঁচুড়া থানার পুলিশ। চুঁচুড়ার একটি শপিং মলের কাছ থেকে গৌরবকে আটক করে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে 363, 364, 365 ধারায় মামলা রুজু করে পুলিশ। আজ অভিযুক্ত কে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। নাবালিকাকে হোমে পাঠানো হবে জানা গেছে পুলিশ সূত্রে। অভিযুক্ত গৌরবের দাবী সে ভালোবেসে ছিল, নিয়ে পালিয়ে যায়নি।ওই নাবালিকা নিজে তার কাছে এসেছিল। গৌরব বিবাহিত সেটা ওই নাবালিকা জেনেই মেলামেশা করেছিল বলে দাবী তার। নাবালিকার বয়স মাত্র পনেরো সেটা জেনেও কেন এই সম্পর্ক, অভিযুক্ত বলেন ভুল হয়ে গেছে।