এই মুহূর্তে জেলা

তৃণমূল জেলা পরিষদের প্রার্থীর বিরুদ্ধে চোর পোস্টারে চাঞ্চল্য বৈচিগ্রামে।

হুগলি, ৭ জুলাই:- তৃণমূলের জেলা পরিষদের প্রার্থীর বিরুদ্ধে চোর পোস্টার বৈঁচিগ্রামে। পাণ্ডুয়া ব্লকে বহিরাগত মানস মজুমদার।তিনি আদিসপ্তগ্রামের বাসিন্দা, প্রাক্তন গোঘাট বিধায়ক।দল তাকে জেলা পরিষদের ১৯ নম্বর আসনে প্রার্থী করেছে। প্রচার পর্ব শেষ হতেই বৈঁচিগ্রাম স্টেশন এলাকায় পোস্টার মারা হয় তার বিরুদ্ধে। পোস্টারে লেখা চোর থেকে সাবধান। দুর্নীতি গ্রস্ত চোর তোলা বাজ বহিরাগত জেলা পরিষদ প্রার্থীকে ভোট না দেওয়ার বার্তা লেখা। মানস মজুমদারকে পাণ্ডুয়ার নাগরিক সমাজ মানছে না মানবে না। পোস্টারের প্রচারে রয়েছে পাণ্ডুয়া সচেতন নাগরিক বৃন্দ। এতেই শুরু হয়েছে রাজনৈতিক তর্জা। তৃণমূলের দাবি সিপি আই এম ও বিজেপির কাজ এ সব।

মানস মজুমদার বলেন, বহিরাগত কথাটা আজকালকার সাধারণ ভোটাররা মানে না আমি সাধারণ মানুষের সঙ্গে রয়েছি আমার বাড়ি কয়েক কিলোমিটার দূরে। এসব করে কোন লাভ হবে না এসব সিপিএম বিজেপির চক্রান্ত এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই আমরা সবাই সংঘবদ্ধ হয়ে কাজ করছি। যদিও তৃণমূলের দাবি উড়িয়ে সিপিআইএম নেতা প্রদীপ সাহা বলেন, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জন্যই এই পোস্টার পড়েছে এর সঙ্গে বামপন্থীরা কেউ যুক্ত নয়। সিপিএম পোস্টারের রাজনীতি করে না কারুর বিরুদ্ধে কুৎসা ও রটায় না। পান্ডুয়া ব্লকে ১৬ টি গ্রাম পঞ্চায়েত। তৃনমূলের লড়াই কঠিন হবে এই ব্লকে মনে করছে রাজনৈতিক মহল।তার উপর প্রার্থী নিয়ে ক্ষোভ,নির্দল কাঁটা হতে পারে।রাত পোহালে ভোট তার আগে জেলা পরিষদ প্রার্থীর বিরুদ্ধে এমন পোস্টারে তৃণমূলের অস্বস্তি বাড়বে বলাই বাহুল্য।