এই মুহূর্তে জেলা

হাওড়াতেও পঞ্চায়েত ভোটে অশান্তি ও ভোট লুটের আশঙ্কা করছে বিজেপি।

হাওড়া, ৭ জুলাই:- হাওড়াতেও পঞ্চায়েত ভোটে অশান্তি ও ভোট লুটের আশঙ্কা করছে বিজেপি। প্রেস কনফারেন্স করে জানাল বিজেপি। বিজেপির দাবি, হাওড়া সদরের ৪টি ব্লকের ৫২টি এলাকা স্পর্শকাতর। এইসকল এলাকায় ভোটের দিন অশান্তি হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বহিরাগতরা এসে ভিড় করেছে বলে অভিযোগ তুলেছে বিজেপি। সুষ্ঠ নির্বাচন করতে গেলে প্রশাসনকে কড়া ব্যবস্থা নিরাপত্তা নিতে হবে। শুক্রবার এমনই দাবি জানান বিজেপির হাওড়া জেলা সদরের সভাপতি মণিমোহন ভট্টাচার্য। তিনি বলেন, হাওড়া সদরের ৪টি ব্লকের ৫২টি এলাকা স্পর্শকাতর। ইতিমধ্যেই জগদীশপুরে নির্বাচনী প্রচারে মিছিল চলাকালীন হুমকি, অশ্লীল মন্তব্য করা হয়েছে।

হাওড়ায় বিশেষ করে জগদীশপুর, নলপুর সারেঙ্গা, মাহিয়াড়ি শলপ -১, শলপ -২, মানিকচক, চকপাড়া, বালি, ভাটপাড়া সহ একাধিক এলাকায় অশান্তির আশঙ্কা রয়েছে। চারদিকে বহিরাগতরা এসে জমা হচ্ছে। মণিমোহন ভট্টাচার্য বলেন, দলের গৃহসম্পর্ক অভিযানের সময় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা আমাদের পার্টি কর্মীদের মারধর করে। সাঁকরাইলের মাহিয়াড়িতে পঞ্চায়েত নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য হুমকি দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে। তাদের দাবি এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বাহিনী প্রতিটি বুথে দিতে হবে। যেভাবে চলছে সেইভাবে চললে নির্বাচন ঠিকভাবে করা সম্ভব নয় বলে ধারনা তাঁর। বিজেপির জেলা সদর সভাপতির বক্তব্য প্রশাসনকে এই পরিস্থিতি মোকাবিলার জন্য সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে।