কলকাতা, ৭ জুলাই:- কেন্দ্রীয় বাহিনী অন্য রাজ্যের পুলিশ এবং রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনীর নিশ্চিদ্র নজরদারিতে অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের প্রস্তুতি নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। মানুষ যাতে উত্সবের মেজাজে ভোট দিতে পারে সেজন্য প্রচেষ্টার কোনও ত্রুটি রাখছে না রাজ্য নির্বাচন কমিশন। যদিও প্রতিশ্রুতি মতো কেন্দ্রীয় বাহিনী পাঠাতে শেষ পর্যন্ত ব্যর্থই কেন্দ্রীয স্বরাষ্ট্র মন্ত্রক। কমিশন সূত্রে জানা গেছে এ পর্যন্ত মোট ৬০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে পৌঁছে গিয়েছে। তার মধ্যে শুক্রবারই পৌঁছেছে ২৬৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আগেই কয়েক দফায় ৩৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। লেহ থেকে এয়ার লিফটিং করে আজ ৫ কোম্পানি এবং দু প্লাটুন কেন্দ্রীয় বাহিনীকে যুদ্ধকালীন তৎপরতায় পানাগড় বায়ু সেনাঘাঁটিতে নিয়ে আসা হয়।
সেখান থেকে তাদের বিভিন্ন জেলায় পাঠানো হয়েছে। কমিশন জানিয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার ক্ষেত্রে প্রথমে গুরুত্ব দেওয়া হবে স্পর্শকাতর বুথগুলিতে ৷স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাব প্রতি বুথে হাফসেকশন অর্থাৎ চারজন করে কেন্দ্রীয় বাহিনী জবান মোতায়েন করা হবে। স্পর্শ কাতর বুথে থাকবে বাড়তি বাহিনী। জেলাশাসক, কমিশনার এবং জেলা পুলিশ সুপার দের সঙ্গে সমন্বয়ে সাধন করে কেন্দ্রীয় বাহিনীকে কাজ করতে বলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী ছাড়াও, ভোটকেন্দ্র এবং এলাকাভিত্তিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অন্য রাজ্য থেকে আসা পুলিশ এবং রাজ্য পুলিশ মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। রাজ্য পুলিশের প্রায় সত্তর হাজার কর্মী ভোটের নিরাপত্তা দায়িত্বে থাকছেন। পঞ্চায়েত ভোটে রাজ্য পুলিশ কিভাবে কাজ করবে তা নিয়েও কমিশনের তরফে বিস্তারিত গাইডলাইন প্রকাশ করা হয়েছে। বঙ্গীয়বাহিনীর পাশাপাশি প্রত্যেক বুথে একজন করে সশস্ত্র কনস্টেবল থাকবে বলে জানানো হয়েছে।প্রত্যেক সেক্টরে ১ জন অফিসার থাকবে।