এই মুহূর্তে জেলা

বিহারে খুনের ঘটনার আট মাস পর হাওড়ার ব্যাঁটরা থেকে ধরা পড়লো অভিযুক্ত।


হাওড়া, ২৯ জুন:- বিহারে খুনের ঘটনার আট মাস পর হাওড়ার ব্যাঁটরা থেকে ধরা পড়লো অভিযুক্ত। আট মাস আগে এক মহিলাকে খুন করে হাওড়ায় এসে গা ঢাকা দিয়েছিল বিহারের বাসিন্দা ওই যুবক। তাকে হাওড়ার ব্যাঁটরা থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ। বুধবার রাতে দীনেশ রাইকে গ্রেপ্তার করে বিহারের পরসা থানার পুলিশ।

বৃহস্পতিবার তাকে হাওড়া আদালতে তুলে ট্রানজিট রিমান্ডে নিয়ে যাওয়া হয়। জানা গেছে, পরসা থানা এলাকার বীরকুমারী গ্রামের বাসিন্দা এক মহিলাকে নৃশংসভাবে খুন করে এতদিন পর্যন্ত গা ঢাকা দিয়েছিল ওই যুবক।