কলকাতা, ৮ মে:- রাজ্য সরকার মনিপুর থেকে আজ এরাজ্যের ১৮ জন পড়ুয়াকে নিরাপদে ফিরিয়ে এনেছে। এরা সবাই ইমফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই টুইট করে এই খবর জানিয়েছেন। তিনি জানিয়েছেন, স্থানীয় প্রশাসনের সহায়তায় সকালে বিমানে তাদের ইম্ফল থেকে কলকাতায় ফিরিয়ে আনা হয়।
এরপরে রাজ্য সরকারের উদ্যোগে তাদের নিজেদের বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। আটকে থাকা পড়ুয়াদের পরিজনেরা নবান্নে চালু হওয়া হেল্প লাইনে ফোন করে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। তারপরেই এই পড়ুয়াদের ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয় বলে মুখ্যমন্ত্রী জানান।