এই মুহূর্তে জেলা

প্রকাশ্যে গাঁজা খাওয়ার প্রতিবাদ করায় পৌর প্রধানের নিরাপত্তারক্ষীকে কটুক্তি, আটক পাঁচ যুবক উত্তরপাড়ায়।

হুগলি, ২৯ জুন:- প্রকাশ্যে গাঁজা সেবনের প্রতিবাদ করায় চেয়ারম্যানের নিরাপত্তারক্ষীকে কটুক্তি,ঠেক থেকে আটক পাঁচ যুবক। উত্তরপাড়ার বটতলা গঙ্গার ঘাটের ঘটনা। উত্তরপাড়ার চেয়ারম্যান সেখানে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। চেয়ারম্যান দিলীপ যাদব দেখেন একটি বেআইনি নির্মান যা পুরসভা নোটিশ দিয়ে বন্ধ করে দিয়েছে। তার পাশে গঙ্গার পারে চলছে মদ গাঁজার ঠেক। কয়েকজন যুবক প্রকাশ্যে নেশা করছে আর গালিগালাজ করছে। চেয়ারম্যানের নিরাপত্তারক্ষী ওই যুবকদের সেখান থেকে চলে যেতে বলেন। কেন প্রকাশ্যে নেশা করছে তা জানতে চান। অভিযোগ ওই যুবকরা নিরাপত্তারক্ষীকে কটুক্তি ও গালিগালাজ করে।

চেয়ারম্যান এই ঘটনা দেখে উত্তরপাড়া থানায় ফোন করেন। পুলিশ এসে ঠেক থেকে পাঁচজনকে তুলে নিয়ে যায়। চেয়ারম্যান দিলীপ যাদব বলেন, সুস্থ পরিবেশকে অসুস্থ করে তুলতে চাইছে কিছু লোক। উত্তরপাড়া এই অসামাজিক কাজের বিরুদ্ধে মানুষ প্রতিবাদ জানাচ্ছে। মদ গাঁজার ঠেক দিনের বেলায় চলছে এটা ঠিক নয়। পুলিশ ব্যবস্থা নেবে আশা করব। গত কয়েক মাসে উত্তরপাড়া থানা এলাকায় একাধিক অপরাধ মূলক কাজের ঘটনা ঘটেছে। গত মাসে এক ডিম ব্যবসায়ীকে ভোর বেলায় গুলি মারে দুষ্কৃতিরা। চুরি ছিনতাই এর ঘটনাও ঘটছে।পুলিশ সতর্ক হলে এই ধরনের অপরাধ ঠেকানো যায় বলে মনে করে শহরবাসী।