এই মুহূর্তে জেলা

হাওড়ার ডুমুরজলা থেকে আকাশপথে রওনা কেন্দ্রীয় দলের।

হাওড়া , ৭ জুন:- ইয়াস বিধ্বস্ত বাংলার উপকূল অঞ্চল পরিদর্শনে গেলেন কেন্দ্রীয় প্রতিনিধি দল। সাত সদস্যের ওই প্রতিনিধি দল আজ সোমবার আকাশপথে এবং সড়ক পথে রওনা দেবেন দক্ষিণ ২৪ পরগনার দুর্গত এলাকা পরিদর্শনে। এদিন সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে আকাশপথে এরা রওনা হন। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায় যাবেন তাঁরা। অপর একটি দল গোসাবা পৌঁছাবেন। সেখানেই বিধ্বস্ত অঞ্চল পরিদর্শন করে আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। এরপর মধ্যাহ্নভোজ শেষে কলকাতায় ফিরে আসবেন।

উল্লেখ্য, রবিবার রাতে কলকাতায় এসে পৌঁছান ৭ সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। আজ সোমবার থেকে ঘূর্ণিঝড় ইয়াস ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন তাঁরা। মূলত দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখবেন সদস্যরা। সেখান থেকে রিপোর্ট সংগ্রহ করবেন তাঁরা। সোমবার থেকে তিন দিনের সফরে তাঁরা ঘুরে দেখবেন দিঘা, পাথরপ্রতিমা, গোসাবা সহ ইয়াস বিধ্বস্ত এলাকগুলি। সেখানে কত ক্ষয়ক্ষতি হয়েছে, তার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করবেন আধিকারিকরা। সেই রিপোর্ট তুলে দেওয়া হবে কেন্দ্রের হাতে। এই কেন্দ্রীয় দলের নেতৃত্বে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্ম সচিব। এই দলে রয়েছেন কৃষি মন্ত্রক ও খাদ্য মন্ত্রকের প্রতিনিধিরাও। বুধবার তাঁরা দিল্লি ফিরে যাবেন বলে সূত্রের খবর।