এই মুহূর্তে কলকাতা

মেয়াদ বাড়লো মুখ্যসচিবের।

কলকাতা, ৩০ জুন:- মুখ্যসচিব পদে মেয়াদ বাড়ল হরিকৃষ্ণ দ্বিবেদীর। রাজ্যের আবেদন মত তাঁর চাকরির মেয়াদ ৬ মাস বাড়ালো কেন্দ্রীয় সরকার। ১৯৮৮ সালের ক্যাডারের আইএএস দ্বিবেদীর চাকরির মেয়াদ শেষ হচ্ছিল শুক্রবারই। আগেই তাঁর মেয়াদ বাড়ানোর জন্য অনুমতি চাওয়া হয়েছিল। প্রথম দফায় সেই আবেদন খারিজ করে দেয় কেন্দ্র। তবে এদিন শেষ মুহূর্তে তাঁর এক্সটেনশন সংক্রান্ত ফাইল অনুমোদন করে পাঠিয়েছে কেন্দ্রীয় কর্মিবর্গ দফতর। প্রসঙ্গত কর্মিবর্গ দফতর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অধীনে রয়েছে। সেখানে থেকে সবুজ সঙ্কেত এসেছে এদিন। করোনার প্রকোপের মধ্যেই ২০২১ সালে আলাপন বন্দ্যোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়েছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। তাঁর আগে তিনি রাজ্যের স্বরাষ্ট্রসচিব ছিলেন।

বর্তমান সরকারের প্রথম থেকেই তিনি দীর্ঘ সময় অর্থ দফতরের সচিব হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করেছেন। তৎকালীন অর্থমন্ত্রী অমিত মিত্রের যোগ্য সহযোগী হিসেবে বাম আমলের ঋণগ্রস্থ রাজ্যকে উন্নয়নের নতুন দিশা দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। কোষাগারে আয় বাড়িয়ে ঋণ ও সুদ মেটানোর ব্যবস্থা করার পাশাপাশি কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথীর মতো একাধিক নতুন জনমুখী প্রকল্পে অর্থ যোগানোর চ্যালেঞ্জ সামলেছেন দক্ষ হাতে। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের আয়োজন করার ক্ষেত্রেও তিনি ছিলেন পুরোধা ব্যাক্তি। প্রচার বিমুখ এই আমলা নিজের কর্মদক্ষতাতেই মুখ্যমন্ত্রীসহ প্রশাসনের সর্বস্তরের আস্থাভাজন হয়ে উঠেছেন। সেকারণেই এখনই তাঁকে ছেড়ে দিতে নারাজ মুখ্যমন্ত্রী কেন্দ্রের সঙ্গে কার্যত লড়াই করে তাঁর মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন আদায় করতে সফল হয়েছেন।