এই মুহূর্তে দেশ

নির্বিঘ্নে সমাপ্ত পুরীর রথযাত্রা।


পুরী, ২০ জুন:- প্রতি বছরের মত উড়িষ্যার পুরী ধামে অনুষ্ঠিত হলো ভারতের সর্ববৃহৎ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। এই উপলক্ষে নীলাচলে ভারতবর্ষের সমস্ত প্রদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটেছে এই সৈকত শহরে।

শুধুমাত্র ভারতবর্ষ নয় পৃথিবীর বহু স্থান থেকে পর্যটকরা রথের সময় পুরীতে এসে ভিড় জমিয়েছেন। বেলা ঠিক চারটের সময় পুরীর মহারাজা সোনার ঝাড়ু দিয়ে জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রার রথের সামনে ঝাড়ু দেবার সঙ্গে সঙ্গেই শুরু হয় রথযাত্রা।

তিনটি পৃথক পৃথক রথে জগন্নাথ বলরাম এবং সুভদ্র মা অধিষ্ঠিত হয়ে গুন্ডিচা বাড়ির দিকে যাত্রা করেন। কলকাতা থেকে যেমন এসেছেন কৌশিক রায় সায়নী রায় তেমনি জয়পুর থেকে ইসকনের একদল ভক্ত এসেছেন প্রভুর দর্শন এ এই দলের নেতা অঞ্জন গুপ্তা জানালেন আমরা ধন্য আজ প্রভুর নীলাচলে এসে আমরা তার দর্শন পেলাম সব মিলিয় জগন্নাথ দেবের এই রথযাত্রা কে ঘিরে বিপুল উৎসাহ দেখা গেছে উৎকল বাসীর মধ্যে।