এই মুহূর্তে জেলা

বেআইনিভাবে পুকুর বোজানোর প্রতিবাদ, প্রতিবাদীর উপর হামলার অভিযোগ হাওড়ায়।


হাওড়া, ২৮ এপ্রিল:- হাওড়া পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের সীতানাথ ব্যানার্জী লেনে বেআইনিভাবে পুকুর বোজানোর প্রতিবাদ করায় প্রতিবাদীর উপর হামলার অভিযোগ উঠেছে। প্রতিবাদীর বাড়ি ভাঙচুরের পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা হয়। ঘটনায় আক্রান্ত হন ‘প্রতিবাদী’ প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী। অভিযোগ, এর আগেও এমন ঘটনা ঘটেছিল। সেসময় পুলিশ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও কাজের কাজ কিছু হয়নি। ফের দুষ্কৃতিদের হামলার ঘটনা ঘটেছে। প্রতাপ বাবুর অভিযোগ, স্থানীয় পুকুরে ‘রাবিস’ ফেলে ভরাট করা হচ্ছিল।

আমি জলাশয় বোজানোর প্রতিবাদ করি। তাতেই আমাকে মারধর করা হয়। পরে দুষ্কৃতিরা দলবল নিয়ে এসে বাড়িতে হামলা চালায়। আগুন ধরানোর চেষ্টা করে। ভাইয়ের বাড়িতেও ভাঙচুর চালায়। এদিকে, হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী বলেন, পুরসভার টিম আগেও সেখানে পরিদর্শন করে “জল ধরো জল ভরো” প্রকল্পের কাজ করা হয়েছিল। পুকুর বোজানো হলে আমাদের পুরসভার তরফে যা করণীয় তা করা হবে। আমরা বিষয়টি দেখছি। হামলার যে অভিযোগ উঠেছে সেই বিষয়টি প্রশাসন দেখবে।