তরুণ মুখোপাধ্যায়, ২১ অক্টোবর:- দীর্ঘ কয়েক বছর ধরে শেওরাফুলির মহিলাদের দ্বারা পরিচালিত অপরাজিত সংঘের দুর্গাপুজো এলাকার অন্যতম শ্রেষ্ঠ পুজো হিসেবে প্রসিদ্ধিলাভ করেছে। বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের এই পুজোর সমস্ত কর্মকাণ্ড পাড়ার মহিলারাই সামলান। এই পুজোর বিষয়ে বলতে গিয়ে স্থানীয় এলাকার পুর প্রতিনিধি এবং বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান-ইন-কাউন্সিল সুবীর ঘোষ (ভাই) জানালেন কোনো কাজেই মহিলারা যে পিছিয়ে নেই তা এখনকার অপরাজিত সংঘের মহিলারা প্রমান প্রমাণ করে দিয়েছেন।
ঠাকুর আনা থেকে শুরু করে চাঁদা তোলা, মণ্ডপ সজ্জা সমস্ত সামলান পাড়ার ৮ থেকে ৮০ বছরের মহিলারা। পুজোর ৫ দিন অত্যন্তনিষ্ঠা ভরে শ্রদ্ধা সহকারে আচার বিধি মেনে মাতৃ পূজায় মেতে ওঠেন মহিলারা। সুবীরবাবু জানালেন এখনকার মহিলারা পুজো ছাড়াও সারা বছর তারা নানা কর্মকান্ডেও অংশ নিয়ে থাকেন। বস্ত্রবিতরণ, স্কুলের গরীব মেধাবী ছা্রছাত্রীদের পুস্তক বিতরণ থেকে শুরু করে বিভিন্ন মুনিরীষীদের জন্মদিন পালন, রবীন্দ্র জয়ন্তী, নেতাজী জয়ন্তীতে অংশ নেন তারা। পুজোর প্রতিদিন সন্ধ্যার দূর- দূরান্তের দর্শনার্থীদের ভিড়ে গম গম করে মহিলা পরিচালিত অপরাজিত সংঘের পুজো মণ্ডপ।