এই মুহূর্তে জেলা

লকডাউন কার্যকর করতে তৎপর ভূমিকায় পুলিশ মানিকচকে।


মালদা , ২৩ জুলাই:- করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজ্যজুড়ে চলছে লকডাউন। সারা রাজ্যের সাথে মালদা জেলার মানিকচক ব্লকের মানিকচক থানা ও ভুতনি থানায় সকাল থেকেই চলছে পুলিশের নাকাচেকিং। ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে ধরপাকড় অভিযান চলছে গুরত্বপূর্ণ মোড় গুলিতে । একি ভাবে ভুতনি থানার পুলিশ ভুতনি সেতু মোড়ও কড়াকড়ি নজরদারি চালাছে । মাস্কবিহীন মানুষদের বিনা কারনে দেখলেই পুলিশের তরফে কড়া ধমক দিয়ে বাড়ি ফেরানো হচ্ছে সকলকে। অকারণে যে সমস্ত ব্যক্তি রাস্তায় ঘোরাঘুরি করছিল তাদের আটক করে পুলিশ থানায় নিয়ে যায় । লাগাতার মাইকিং এর মানুষকে সচেতন করছে পুলিশ প্রশাসন । ছোটোখাটো জমায়েত থাকলেও লাঠি উঁচিয়ে হঠিয়ে দেওয়া হয় সকলকেই।অপরদিকে মানিকচকের সমস্ত এলাকা জনশুন্য, বাজার বন্ধ,লোক হাতে গোনা কয়েকজন । লকডাউন সম্পূর্ণ রূপে কার্যকর করতে তৎপর ভূমিকায় দেখা যায় মানিকচকে পুলিশকে।