হাওড়া, ২১ জুন:- আজ ২১জুন। আন্তর্জাতিক যোগ দিবস। বেলুড় মঠের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে এই দিনটি। এবার মোট ১২টি জেলা থেকে এই যোগ দিবসে উপস্থিত হয়েছেন প্রায় ৩০০ মানুষ। এছাড়াও এখানকার ছাত্রছাত্রীরাও এই যোগায় অংশ নিয়েছেন। যোগ প্রদর্শনী এবং সঙ্গীত সহ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও এদিন আয়োজন করা হয়েছে।
স্বামী বিদ্যাপ্রদানন্দজি বলেন, এই জাগরণ যাতে সকলের মধ্যে ছড়িয়ে যায় এবং যোগাভ্যাসে যাতে সকলে উদ্বুদ্ধ হন তার জন্যই আমাদের এই প্রয়াস। ইউনিভার্সিটির যোগা টিচার প্রশান্ত সামন্ত এদিনের সমস্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন। যোগের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেন।