এই মুহূর্তে জেলা

দুঃসাহসিক চুরি চাঁপদানির স্বাস্থ্যকেন্দ্রে।

প্রদীপ বসু, ২ মে:- ভয়াবহ চুরির ঘটনা ঘটে গেল ভদ্রেশ্বরের এংগাসে। চাঁপদানি পৌরসভার ১৩ নং ওয়ার্ড এর স্বাস্থ্যকেন্দ্রে দুষ্কৃতিরা তালা ভেঙে ঢুকে প্রায় দু থেকে আড়াই লাখ টাকার সামগ্রি নিয়ে চম্পট দেয়।এলাকায় দুষ্কৃতি মূলক কার্যকলাপ বেড়ে যাওয়ায় চিন্তিত পুলিশ প্রশাসন থেকে নাগরিকেরা।

মানুষের সেবা কেন্দ্রে এই ভাবে চুরি যাওয়ায় ক্ষুব্ধ পৌরপ্রধান সুরেশ মিশ্র। পৌরপ্রধানের দাবি অবিলম্বে দুষ্কৃতি দের চুরি যাওয়া জিনিষপত্র সহ গ্রেফতার করতে হবে। যতদিন এই সমস্যার সমাধান না হয় হেলথ সেন্টার বন্ধ থাকবে বলে পুলিশকে হুশিয়ারি দেন পৌরপ্রধান। ঘটনার পর ঘটনাস্থলে আসে পুলিশ। তদন্ত চলছে। প্রশ্ন উঠছে যখন সরকারি সাস্থ্য কেন্দ্রে চুরির ঘটনা ঘটছে তখন সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। এ ব্যাপারে ভদ্রেশ্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।