হুগলি, ২ মে:- এনসিসি- র পশ্চিমবঙ্গ এবং সিকিম ডায়রেক্টরেটের ৬০ জন শিক্ষার্থীকে গঙ্গাবক্ষে ২০০ কিমি বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। যার পোশাকি নাম ‘সেইলিং এক্সপিডিশন’। ফরাক্কা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত গঙ্গাবক্ষে পালতোলা ৩টি নৌকো করে মোট ষাট জন ছেলে ও মেয়ে শিক্ষার্থী এই অভিযানে অংশগ্রহণ করে।
শুক্রবার সকাল ১১ টা নাগাদ তিনটি নৌকা চুঁচুড়া লঞ্চঘাটে এসে পৌঁছয়। সেখানে তাঁদেরকে স্বাগত জানায় ভারতীয় সেনাবাহিনীর তিনটি বিভাগ স্থল, জল এবং আকাশ বাহিনী। মূলত নৌবাহিনীর উদ্যোগেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে।