এই মুহূর্তে জেলা

ডিম ব্যবসায়ীকে গুলির ঘটনায় এখনো অধরা দুষ্কৃতি।

হুগলি, ২ মে:- ডিম ব্যবসায়ীকে গুলির, ঘটনায় এখনো অধরা দুষ্কৃতী। আজ ভোর রাতে হুগলীর উত্তরপাড়ায় ডিম ব্যাবসায়ী কে লক্ষ করে দুষ্কৃতীদের গুলি ঘটনাটি ঘটে হুগলীর উত্তরপাড়া থানার ঘোষপাড়া এলাকায়। ঘটনাস্থলে চন্দননগর পুলিশ কমিশনারেটের ডি সি, ও এসিপি উচ্চ পদস্থ অধিকারীকরা। গঙ্গার ঘাটের দিকে ডিমের গাড়ি খালি করতে বা গাড়ি আনলোডিং করতে যাওয়ার পথে দুষ্কৃতদের হাতে বাধা পায় রাজীব সরকার নামে এক ব্যবসায়ী প্রথমে তাকে আটকে ছুরি দিয়ে আঘাত করার চেষ্টা করে। এরপর সে মাটিতে পড়ে গেলে তাকে গুলি চালায়, অল্পের গা ছুঁয়ে বেরিয়ে যায় গুলি,রক্ষা পায় ওই ব্যবসায়ী। গা ঘেসে গুলিটি বেরিয়ে যায়, আহত হন ব্যবসায়ী।

ওই ব্যবসায়ীরা একটি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলে ছুটে আসে চন্দননগর পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ আধিকারিকএসিপি আলী রাজা, ডি সি অরবিন্দ আনন্দ সহ উত্তরপাড়া থানার আইসি ঘটনাস্থলে উপস্থিত হন। গুলির শব্দে ছুটে আছেন স্থানীয় বাসিন্দারা।তবে আহত রাজীব সরকারের অভিযোগ দুষ্কৃতীরা পালানোর সময় আমার গাড়ি স্কুটি নিয়ে পালায়। তিনি এও বলেন কে বা কারা মেরেছে আমি জানিনা কারো সঙ্গে আমার কোন শত্রুতা নেই দুষ্কৃতীদের মুখ গামছা ঢাকা ছিল যখন ছুরি মারে আমি মাটিতে পড়ে যাই এরপর উঠে মোবাইলের ফ্লাশ লাইট জ্বালিয়ে তাদের মুখ দেখতে গেলেই গুলি চালায়। স্থানীয় সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।