এই মুহূর্তে কলকাতা

গার্ডেনরিচ কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণায় মেয়রের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে কমিশনকে রিপোর্ট রাজ্যের।

কলকাতা, ২১ মার্চ:- গার্ডেনরিচ কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণায় মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ওঠা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে রিপোর্ট পাঠিয়েছে। এই নিয়ে কমিশন মুখ্য সচিবের কাছে রিপোর্ট তলব করেছিল। মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা আজই নির্বাচন কমিশনে কাছে রিপোর্ট পাঠিয়েছেন বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। এই রিপোর্টের আরেকটি কপি মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরেও পাঠানো হয়েছে। রবিবার রাতে গার্ডেনরিচে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

আচমকাই ভেঙে পড়েছিল নির্মীয়মাণ বহুতল। তাতে চাপা পড়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১০ জনের। এছাড়াও আহত হয়েছেন অনেকেই। এই কাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হওয়ায় এখন আদর্শ আচরণ বিধি জারি রয়েছে। তারপরেও কেন এভাবে কলকাতার মেয়র ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন? সেই প্রশ্ন তুলে আদর্শ আচরণ বিধি ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন বিরোধীরা। এবার এই সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে রাজ্যের কাছে ব্যাখ্যা তলব করে নির্বাচন কমিশন।