কলকাতা, ৩১ মে:- মাধ্যমিক উচ্চমাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষার কৃতি ছাত্র-ছাত্রীদের আজ সম্বর্ধনা দেবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার ১ লা জুন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, আইসিএসই, সিবিএসই, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনিই কৃতিদের হাতে সংবর্ধনা তুলে দেবেন। জেলার কৃতিদের কলকাতায় নিয়ে আসার জন্য জেলাশাসকদের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছে নবান্ন। সেইমত বিভিন্ন জেলার মেধাতালিকায় স্থান পাওয়া পড়ুয়াদের শুক্রবারের মধ্যেই কলকাতায় নিয়ে আসা হয়েছে। তাঁদের থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা করছে প্রশাসন।
প্রথমে ঠিক হয়েছিল, ৬ জুন, ধনধান্য স্টেডিয়ামে এই কৃতীদের সংবর্ধনা দেওয়া হবে। তবে, পরবর্তীকালে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে রাজ্য সরকার। ১৯ মে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়। পরীক্ষার ৭৬ দিনের মাথায় ফলপ্রকাশ হয়েছে। এবার ১১৮ জনের মেধা তালিকা প্রকাশ করেছে পর্ষদ। এবছর মাধ্যমিকে পাশ করেছে ৫ লাখ ৬৫ হাজার ৪২৮ জন। পাশের হার ৮৬.১৫ শতাংশ। গত বুধবার প্রকাশিত হয় উচ্চমাধ্যমিকের রেজাল্ট। এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৮৭ জনের মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। পাশের হার ৮৯.২৫ শতাংশ। কৃতীদের ছাত্র-ছাত্রীদের স্বীকৃতি জানাবেন খোদ মুখ্যমন্ত্রী। সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করছে রাজ্য সরকার। সেই মতোই জেলাশাসকদের নির্দেশিকাও পাঠিয়েছে নবান্ন।