এই মুহূর্তে কলকাতা

স্কুলে গরমের ছুটির মেয়াদ বাড়ালো সরকার।


কলকাতা, ৩১ মে:- প্রবল গরম এবং আবহাওয়া দফতরের বিভিন্ন জেলায় তাপ প্রবাহের পূর্বাভাসের প্রেক্ষিতে স্কুলে গরমের ছুটির মেয়াদ বাড়ালো রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন বর্তমান অবস্থার কারণে স্কুলের ছুটির মেয়াদ বাড়িয়ে ১৫ জুন করা হল।

প্রাথমিক ও মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্তরের সব স্কুলেই ঐদিন থেকে পুনরায় পঠন পাঠন শুরু হবে। উল্লেখ্য গরমের ছুটির পর আগামী ৫ জুন মাধ্যমিক এবং ৭ জুন মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্কুল খোলার কথা ছিল।