কলকাতা, ২০ অক্টোবর:- রাজ্যে শব্দবাজির শব্দমাত্রা বাড়ানো হল। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ৯০ থেকে বাড়িয়ে এবার ১২৫ ডেসিবেল পর্যন্ত ছাড় দিয়েছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। উৎসবের মরশুমে এখন শুধুই আনন্দের মেজাজ। দুর্গাপুজোর আমেজে এখন কলকাতাজুড়ে ঢল নেমেছে। এরপরেই দীপাবলি। মা আসবেন অন্যরূপে। এইসময়ে আবার আলোর ঝলকানিতে মেতে থাকে রাজ্য। চারিদিকে বাজির আলোয় মুখরিত হয়। বাজি থেকে যাতে দূষণ না ছড়ায় তাই দূষণ ছড়ানো বাজি আগেই বন্ধ করেছিল রাজ্য। তবে পরিবেশবান্ধব বাজিতে ছাড় দেওয়া হয়েছিল।
এতদিন এই রাজ্যে পরিবেশবান্ধব বাজির ক্ষেত্রেও ৯০ ডেসিবেল পর্যন্ত ছাড় ছিল। এবছর থেকে ১২৫ ডেসিবেল পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। এর বেশি শব্দমাত্রা পৌঁছলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেই জানানো হয়েছে। রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ একটি বিজ্ঞপ্তি জারি করেছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান কল্যাণ রুদ্র জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শব্দমাত্রা ১২৫ ডেসিবেল পর্যন্ত করা হয়েছে।তবে ‘সাইলেন্ট জোন’ থেকে একশো মিটারের মধ্যে মাইক্রোফোন বা শব্দবাজির ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি রয়েছে।