এই মুহূর্তে রাজ্য

সোনার বাংলা গড়তে দরকার বিজেপি নেতৃত্বাধীন সরকার , দাবি অমিত শাহর।


সোজাসাপটা ডেস্ক, ৯ জুন:- সারা দেশে করোনা পরিস্থিতির মধ্যেই মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভার্চুয়াল সভার মাধ্যমে বাংলায় বিধানসভা ভোটের দামামা বাজালেন। এদিন তিনি বলেন ২০২১ সালে রাজ্য বিজেপি ক্ষমতায় এসে গরীব কল্যান প্রকল্প চালু করবে। আমাদের মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার ১মিনিটের মধ্যেই বাংলায় আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। বাংলাকে সোনার বাংলা করবে বিজেপি। তিনি বলেন আমফানে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা কেন্দ্রকে এখনও পাঠানো হয়নি। রাজ্য সেই তালিকা পাঠালেই কৃষকদের এ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দেওয়া হবে। পাশাপাশি ২০১৯এর লোকসভা নির্বাচনে বাংলায় বিজেপির ১৮টি জয়ী আসনকে গুরুত্বপূর্ণ বলে দাবী করেন তিনি।

মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদির জনপ্রিয়তাকে ভয় পেয়েছেন। বিজেপি রাজনীতি করছে না, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন। তিনি এটাও দাবি করেছেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে রাজনৈতিক হিংসা বন্ধ হবে। দেশে এক বাংলাতেই সবথেকে বেশি রাজনৈতিক হিংসা বলে অভিযোগ করেন তিনি। বিজেপি শুধু বিরোধী আন্দোলনের জন্য এখানে আসেনি, সোনার বাংলা গড়তেই বাংলায় এসেছে। তাঁর দাবি, যেখানেই বিজেপি ক্ষমতায় এসেছে, মানুষকে হিসেব দিয়েছে। মোদি সরকারের ৬ বছরে দেশের অনেক পরিবর্তন ঘটেছে। ৬০ কোটি মানুষের জীবনে পরিবর্তন এসেছে। জনধন প্রকল্পে ৩১ কোটি মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। করোনার সময়েও ৫১ কোটি মানুষের অ্যাকাউন্টে টাকা পৌঁছেছে।