এই মুহূর্তে জেলা

অভিষেকের নব জোয়ারের টাকা যোগাচ্ছে ডিয়ার লটারী, উত্তরপাড়ায় বিস্ফোরক শুভেন্দু।

হুগলি, ১০ মে:- অভিষেকের নব জোয়ারের টাকা যোগাচ্ছে ডিয়ার লটারী। কোন্নগর থেকে উত্তরপাড়া প্রতিবাদ মিছিলে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,চলছে নব জোয়ার যাচ্ছি আমি তিহার। অভিষেকের নব জোয়ার যাত্রাকে কটাক্ষ করে বলেন। টাকা কে দিচ্ছে জানেন ডিয়ার লটারী। আয়কর দপ্তরে ইনকাম ট্যাক্সকে জানিয়েছে প্রতিমাসে তারা ২৫-৩০ কোটি টাকা এসবিআই এর মাধ্যমে তৃনমূলের ইলেকট্ররালে দিচ্ছে। ডকুমেন্ট আমি পেয়ে গেছি। বাংলার কোটি কোটি মানুষকে বঞ্চিত করে এই যে ব্যবসা এটা আমরা বন্ধ করব। আর রায়গঞ্জের বিধায়ক তিনি নাকি ভিতরে বিজেপি বাইরে তৃনমূল।তার বাড়িতে তিনদিন ধরে ইনকাম ট্যাক্স রেড হয়েছে। আপনারা টিভিতে দেখেছেন ফলাফলটা দেখেননি।

আমি যা বলি দায়িত্ব নিয়ে বলি। আয়কর দপ্তর তিন কোটি টাকা নগদ ছয় কোটি টাকার সোনা নিয়ে গেছে মমতা ভক্তের বাড়ি থেকে।আমার অভিযোগ যদি সত্যি হয় আয়কর দপ্তর টুইট করুক বা প্রেসকে জানাক। এর আগে সিপিএম মিছিল করেছে তাদের অনুমতির দরকার হয়নি। আর বিজেপি করলে আদালত থেকে অনুমতি নিয়ে আসতে হয়।কারন সিপিএম এরাজ্যে কংগ্রসের হাত ধরেছে।কংগ্রেস তৃনমূলকে দিল্লীতে আইনি সাহায্য করছে।তাহলে বোঝা যাচ্ছে সেটিং কার সাথে। রিষড়ায় রাম নবমী শোভাযাত্রা থেকে গন্ডোগোল এবং রাজ্যে দূর্নীতি ও আইন শৃঙ্খলার অবনতির প্রতিবাদে কোন্নগর ধারসা থেকে উত্তরপাড়া দোলতলা ঘাট পর্যন্ত মিছিল করে বিজেপি। সেই মিছিলে যোগ দেন শুভেন্দু।