হুগলি, ১৬ সেপ্টেম্বর:-বিশ্বকর্মা পুজোর আগের দিন সাহাগঞ্জের জুপিটার কারখানার সুপারভাইজার খুন! প্রকাশ্য দিবালোকে এক শ্রমিককে পিটিয়ে খুন। ঘটনায় আহত আরও এক শ্রমিক। সোমবার বিকেলে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল সাহাগঞ্জের জুপিটার কারখানার সামনে। মৃতের নাম পাপ্পু দাস (দেবা)। স্থানীয় সূত্রে খবর, এ দিন বিকেল সাড়ে তিনটে নাগাদ রেলের যন্ত্রাংশ ও ওয়াগন তৈরির কারখানা থেকে বেরিয়েছিলেন দেবা। গেটের সামনেই জনাদশেক ব্যক্তি তাকে এলোপাথাড়ি মারধর শুরু করে বলে অভিযোগ। তাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হন আর এক শ্রমিক চন্দন দেব। চিৎকার চেঁচামেচিতে অন্যান্য শ্রমিকরা বাইরে বেরিয়ে এলে দুষ্কৃতীরা চম্পট দেয়। তড়িঘড়ি দুজনকে ব্যান্ডেল ইএসআই হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দেবাকে মৃত বলে ঘোষণা করেন। কারখানা চত্বরে উত্তেজনা রয়েছে।