এই মুহূর্তে কলকাতা

সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে দরকার নারী শিক্ষার প্রসার- মুখ্যমন্ত্রী।

কলকাতা, ১০ মে:- নারী শিক্ষার প্রসার না ঘটলে সমাজ কখনও এগোয় না বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে আজ বেথুন স্কুলের ১৭৫তম বর্ষপূর্তি অনুষ্ঠানে তিনি নারীশিক্ষার প্রসারে বেথুন স্কুলের ভূমিকার কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন মেয়েরা শিক্ষিত না হলে কখনও কোনও সমাজের ভাল হতে পারে না। মহিলা ক্ষমতায়নের বিষয়ে এখন অনেক আলোচনা হয়। কিন্তু ১৭৫ বছর আগে এমন আলোচনা করাও একটি বিষয়ের মধ্যে পড়ত। আর সেই সময়তেই নারীশিক্ষার বিষয়ে পথ দেখিয়েছিল বেথুন স্কুল।

নারীশিক্ষার প্রসারে বিদ্যাসাগর, বেথুন সাহেব, রামগোপাল ঘোষ, দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়, মদনমোহন তর্কালঙ্কারের অবদানের কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে তিনি বলেন, যে উদ্দেশ্য নিয়ে বেথুন স্কুল শুরু করেছিলেন, তা অনেক দূর এগিয়েছে। কিন্তু আরও অনেক পথ যেতে হবে। রাজ্য সরকারের তরফে বেথুন স্কুলকে মুখ্যমন্ত্রী বঙ্গরত্ন সম্মান প্রদান করেন। মুখ্যমন্ত্রী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শবরী ভট্টাচার্যর হাতে ওই সম্মান ছাড়াও ২ লক্ষ টাকার চেক তুলে দেন। এছাড়া শিক্ষা দফতরের তরফে আরও ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেন। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে বেথুন স্কুলের ১৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠান আয়োজন করার নির্দেশ দিয়েছেন। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ছাড়াও হাজির ছিলেন উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা প্রমুখ।