এই মুহূর্তে দেশ

দিল্লিতে স্টেট ব্যাংকের সামনে প্রতিবাদে তৃণমূল সাংসদরা।


নয়া দিল্লি, ৯ ফেব্রুয়ারি:- এলআইসি-এসবিআইয়ের টাকা আদানির কোম্পানিতে বিনিয়োগের ফলে লুট হয়েছে গরিবের সঞ্চয় টাকা। তারপরেও কেন চুপ ইডি, সিবিআই? কেন ঘুমোচ্ছে সেবি? কেন গ্রেপ্তার হয়নি এলআইসি, এসবিআই,ও সেবির চেয়ারম্যান? মঙ্গলবার এই প্রশ্ন তুলে অভিনব আঙ্গিকে প্রতিবাদ করলো তৃণমূল কংগ্রেস। নয়াদিল্লির কনট প্লেসে এলআইসি অফিসের সামনে জড়ো হন তৃণমূল কংগ্রেসের এমপিরা। মুখে কালো কাপড় বেঁধে

পোস্টার হাতে বিক্ষোভ প্রদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের এমপিরা। বুধবারও একইভাবে পার্লামেন্টে থানার পাশে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার হেডকোয়ার্টারের সামনে প্রতিবাদ করলো তৃণমূল কংগ্রেসের সাংসদরা। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বর্ষিয়ান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, সাংসদ ডেরেক্ট ওব্রায়েন, সাংসদ মহুয়া মৈত্র, আরামবাগের সংসদ অপরূপা পোদ্দার, হাওড়া সাংসদ প্রসুন ব্যানার্জি, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি সহ রাজ্যসভা ও লোকসভার একাধিক সাংসদেরা।