এই মুহূর্তে কলকাতা

কেন্দ্রের সাহায্য ছাড়াই কৃষকদের অর্থ সাহায্য রাজ্যের।

কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- কৃষক বন্ধু প্রকল্পের আওতায় রাজ্য সরকার চলতি আর্থিক বছরে কৃষকদের পাঁচ হাজার কোটি টাকা অর্থ সাহায্য করেছে।কেন্দ্রের সাহায্য ছাড়া নিজস্ব তহবিল থেকেই এই টাকা দেওয়া হয়েছে বলে রাজ্যের কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় জানিয়েছেন। তিনি জানান, ২০১৮ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু হওয়ার পর থেকে এপর্যন্ত কৃষকদের এই প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর ফলে তিনগুণ আয় বেড়েছে কৃষকদের।কৃষিমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে সুবিধাভোগীদের ৫ হাজার টাকার বদলে ১০ টাকা করে সাহায্য করা হচ্ছে। ন্যূনতম সহায়তা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪ হাজার টাকা। ৯১ লক্ষ কৃষক, বর্গদার এবং ভাগ চাষী কৃষক বন্ধু প্রকল্পের সাহায্য পাচ্ছেন।