এই মুহূর্তে জেলা

জগদ্ধাত্রী মায়ের আমন্ত্রণ ও অধিবাস হলো রামকৃষ্ণ মিশন, সারদাপীঠ, বেলুড় মঠে।


হাওড়া, ১ নভেম্বর:- মহাসমারোহে শুরু হয়ে গেল বেলুড় মঠ সারদাপীঠের শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা। মঙ্গলবার সন্ধ্যায় এই পূজায় দেবীর আবাহন এবং অধিবাস অনুষ্ঠান হয়। মন্ত্রোচারণ এবং আরতির মধ্য দিয়ে মাকে আবাহন করা হয়। বুধবার মহানবমীতে ভোরবেলা থেকে তিন প্রহরে সপ্তমী, অষ্টমী এবং নবমী পূজা হবে। গত দু’বছর করোনাকাল পেরিয়ে এবার সাধারণ মানুষ এবং ভক্তদের জন্য সারদাপীঠের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এদিন এই অনুষ্ঠান দেখার জন্য বহু মানুষ এবং ভক্তের সমাগম হয়েছে সারদাপীঠে।

বেলুড় মঠ প্রতিষ্ঠার পর থেকে মা সারদার নামে জগদ্ধাত্রী পূজা হয় রামকৃষ্ণ মিশন সারদাপীঠে। শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজার অধিবাস সূচনা হলো এদিন সপ্তমীর সন্ধ্যা ছটা নাগাদ। সারদাপীঠ প্রাঙ্গণে জগদ্ধাত্রী দেবীকে বেদীতে প্রতিষ্ঠিত করা হলো। করোনার দু’বছর ভক্ত প্রবেশ পুরোপুরি বন্ধ ছিল। এবছর জাঁকজমকভাবেই প্যান্ডেল করে জগদ্ধাত্রীর আরাধনা হচ্ছে। প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষকে এবার প্রসাদ দেওয়া হবে জানানো হয় মঠের তরফ থেকে। হাজার হাজার মানুষ জগদ্ধাত্রী পুজো দেখতে আসবেন এ বছর, এমনই আশা করছেন সারদাপীঠের মহারাজরা।