কলকাতা, ১ নভেম্বর:- শহরে বায়ু দূষণের পরিমাণ কমাতে রাজ্য সরকার আগামী দু বছরের মধ্যে প্রায় ১২ শ বৈদ্যুতিক বাস পথে নামানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী জানুয়ারি মাসের মধ্যে এ ধরনের ৪০০ বাস পথে নামানো হবে বলে দফতরের তরফে জানানো হয়েছে। উত্তরবঙ্গ এবং রাজ্যের পশ্চিমাঞ্চলের জন্য সিএনজি চালিত বাস পথে নামানোর জন্য রাজ্য পরিবহন নিগম বিশেষ পরিকল্পনা তৈরি করেছে। বর্তমানে শহরের বিভিন্ন রুটে ৮০ টি ইলেকট্রিক বাস চলাচল করছে।
সল্টলেক এবং নিউটাউনের জন্য ৫০ টি বৈদ্যুতিক বাস কেনা হয়েছে যার মধ্যে ১১ টি ইতিমধ্যে বিভিন্ন রুটে চলাচল শুরু করেছে।। ২০৩০ সালের মধ্যে পেট্রল ও ডিজেল চালিত বাস বন্ধ হয়ে যাবে। শুধুমাত্র বিদ্যুৎ চালিত বাস চলবে। যে কারণে ধাপে ধাপে রাজ্যে বিদ্যুৎ চালিত বাস নামানো হবে। কলকাতার পাশাপশি জেলাগুলিতেও বিদ্যুৎ চালিত বাস নামানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী জানান, সারা রাজ্যজুড়ে পরিবহন ব্যবস্থাকে “স্মার্ট” করার পরিকল্পনা রয়েছে। সেটা করাও হবে।