হাওড়া, ২৫ ফেব্রুয়ারি:- কয়েকদিন আগে মিড ডে মিলের খাবার নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন অভিভাবকেরা। এবার ক্লাস সিক্সের এক ছাত্রকে শাস্তিস্বরূপ স্কুলে মারধর ও একটানা কান ধরে ওঠবস করানোর অভিযোগ উঠল হাওড়ার সাঁত্রাগাছির একটি স্কুলের জনৈক শিক্ষকের বিরুদ্ধে। ওই ঘটনা নিয়ে শনিবার স্কুলে অভিভাবকেরা ক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে স্কুলে আসে পুলিশ। ছাত্রের অভিভাবক জানান, সরস্বতী পুজোর পর গত ১৫ তারিখ স্কুলে যেদিন প্রীতিভোজ ছিল সেদিন খাবারের থালা দোতলার একটি জায়গায় ফেলার অপরাধে প্রথমে তাঁর ছেলেকে এক শিক্ষক মুখে ঘুসি মারেন।
এতে তার মুখ ফুলে যায়। মুখে কালসিটে দাগ হয়ে যায়। এরপর শুক্রবার ২৪ তারিখ ফের ওই শিক্ষক হিস্ট্রি ক্লাসে এসে তাঁর ছেলেকে একটানা ওঠবস করায়। এতে সে অসুস্থ হয়ে পড়ে। একজন শিক্ষকের এমন আচরণ মোটেও কাম্য নয়। প্রথম ঘটনার পর আমরা ওই শিক্ষককে ক্ষমা করে দিয়েছিলাম। কিন্তু ফের ওই শিক্ষকের এমন অমানবিক কাজের পর আমরা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছি।