এই মুহূর্তে কলকাতা

আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে এই প্রকল্পে কোন টাকা দেবে না কেন্দ্র।

কলকাতা, ১৮ জুন:- আবাস যোজনায় প্রধানমন্ত্রীর নাম যুক্ত না করলে কেন্দ্রীয় সরকার এই প্রকল্পে আর কোনও টাকা দেবে না। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফ এ সম্প্রতি রাজ্যকে এই চিঠি দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। ২০১৬-১৭ আর্থিক বছর থেকে রাজ্যে চালু হয় বাংলা আবাস যোজনা প্রকল্প। মূলত বাড়ি না থাকলে বা মাটির বাড়ি থাকলেই প্রকল্পটির সুবিধা পান উপভোক্তরা। কিন্তু বঙ্গ বিজেপির অভিযোগ কেন্দ্র সরকার যে, ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পে রাজ্যগুলিতে টাকা দেয় সেই টাকা বাংলাকেও দেওয়া হয়। সেই টাকায় বাড়িও নির্মাণ হয়। কিন্তু পরে সেখানে লেখা হয় ‘বাংলা আবাস যোজনা’র মাধ্যমে নির্মিত হয়েছে। সেখানে সম্পূর্ণরকম ভাবে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ নামটি উহ্য রাখা হয়। যার জেরে মানুষের কাছে বার্তা পৌঁছায় যে মোদি সরকার বাংলার মানুষের জন্য কিছু করছে না।

যা করছে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারই করছে। এটা শুধু যে প্রতারণা তাই নয়, কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালানোর যে নিয়মাবলী রয়েছে, নামবদল তারও পরিপন্থী। এই বিষয়ে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের আধিকারিকদের দাবি, এই নয় যে এই ধরনের ঘটনা প্রথম ঘটছে বাংলায়। ২০১৭ সাল থেকেই এই ঘটনা চোখে পড়ছে কেন্দ্রের। তার জেরে ২০১৭ সালের অগস্ট মাসের শেষ দিকে মন্ত্রকের তরফে চিঠি দেওয়া হয় রাজ্যকে। কিন্তু সেই চিঠির কোনও উত্তর দেয়নি নবান্ন। এরপরে ২০২২ সালের ১২ মে আরও একটি চিঠি দেওয়া হয়েছে। তার পরেও রাজ্যের থেকে সদুত্তর না পেয়েই এ বার টাকা দেওয়া হবে না বলে জানিয়ে নতুন একটি চিঠি দিয়েছে কেন্দ্র। একই সঙ্গে কেন্দ্রের নতুন প্রকল্প ‘আবাস প্লাস’ বাবদও বাংলাকে কোনও টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে গ্রামোন্নয়ন মন্ত্রক।