এই মুহূর্তে কলকাতা

কিছু বিষয়কে ছাড় দিয়ে ১৫ ই জুলাই পর্যন্ত বাড়ানো হলো বিধিনিষেধের মেয়াদ।

কলকাতা, ২৮ জুন:- আরও কিছু বিষয়কে ছাড় দিয়ে রাজ্য সরকার কোভিড অতিমারী জনিত কঠোর বিধিনিষেধ ১৫ জুলাই পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নবান্নে আজ রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনার পর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষনা করেন। তিনি বলেন, এই পর্যায়ে আংশিক ভাবে সরকারি ও বেসরকারি বাস চলাচলের অনুমোদন দেওয়া হচ্ছে। মাস্ক ও কোভিডবিধি মেনে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বাস চলাচল করবে। তবে ট্রেন ও মেট্রো চলাচলে বিধিনিষেধ বজায় থাকছে।

বেসরকারি দপ্তর ৫০ শতাংশ কর্মী নিয়ে সকাল ১০ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত কাজ করতে পারবে। ১১ টা থেকে ৬টা পর্যন্ত সালোঁ ও বিউটিপার্লার খোলার অনুমোদন দেওয়া হয়েছে। সবজি বাজার সকাল ৬টা থেকে ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে। বাকি সব ধরনের দোকান ১১ থেকে ৮ টা পর্যন্ত খোলা যাবে। সকাল ৬টা থেকে ১০টা এবং বিকেল ৪-৮টা পর্যন্ত জিম খোলার অনুমোদন দেওয়া হয়েছে। রাত ৯ টা থেকে ভোর ৫টা পর্যন্ত জরুরি কারণ ছাড়া বাইরে বেরোনো নিষিদ্ধ থাকছে।