এই মুহূর্তে জেলা

প্রশাসনের প্রতিশ্রুতিই সার, বেহাল নিকাশির প্রতিবাদে বেনারস রোডে অবরোধ স্থানীয় বাসিন্দাদের।

হাওড়া, ৬ জুন:- বেহাল নিকাশি ব্যবস্থার সমাধান চেয়ে হাওড়ার একসরায় বেনারস রোড অবরোধ করে সোমবার সকালে বিক্ষোভ দেখান স্থানীয় মানুষ। দীর্ঘদিন ধরেই এলাকার বেহাল নিকাশির সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন এলাকার মানুষ। প্রতি বছরেই বর্ষায় অবস্থা ভয়াবহ আকার ধারণ করে ওই এলাকায়। এবার আসন্ন বর্ষায় চরম সমস্যার আশঙ্কায় সোমবার ২ ঘন্টারও বেশি সময় ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার মানুষ। প্রতি বছর বর্ষায় এলাকার বাড়িঘর জলে ডুবে যায় বলে অভিযোগ। প্রশাসনের প্রতিশ্রুতিই সার। মেটেনি সমস্যা। এর উপর একটি বিশাল দেওয়াল দেওয়ার ফলে সমস্যা আরও বেড়েছে। বিশাল সেই দেওয়াল ভাঙছে না প্রশাসন এমনই অভিযোগ স্থানীয়দের। এরই প্রতিবাদে এদিন ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা।