এই মুহূর্তে কলকাতা

পিছিয়ে পড়া প্রাথমিক পড়ুয়াদের পড়ার ঘাটতি মেটাতে স্কুলগুলিতে শুরু হচ্ছে গঠন উৎসব।

কলকাতা, ১৭ এপ্রিল:- করোনার কারণে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার ফলে পড়াশোনায় পিছিয়ে পরা প্রাথমিক পড়ুয়াদের পঠন পাঠনের ঘাটতি মেটাতে রাজ্যের সরকারি প্রাথমিক ইস্কুল গুলিতে পঠন উৎসব শুরু করা হচ্ছে।রাজ্য সমগ্র শিক্ষা মিশন এই কর্মসূচির কথা ঘোষণা করেছে। মিশনের তরফে জানানো হয়েছে প্রতিটি বিদ্যালয়ে নিয়ম করে স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক-অভিভাবিকা এবং গ্রাম কমিটির সদস্যদের সামনে পড়ুয়ারা নিজেদের পাঠ দক্ষতা প্রদর্শন করবে। আপাতত এই সিদ্ধান্তকে কার্যকর করতে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়কে প্রতি মাসে এক হাজার টাকা করে দেওয়া হবে।

বিদ্যালয় শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে, করোনা পর্ব পেরিয়ে স্কুল খোলার পর প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পড়ুয়াদের পড়াশোনার হাল-হকিকত খতিয়ে দেখতে একটি সমীক্ষা করা হয়। তাতে দেখা গিয়েছে অনেক শিক্ষার্থী উচ্চ প্রাথমিক স্তরে উঠলেও ঠিক মত পড়তে শেখেনি। আবার অনেকে দীর্ঘদিন ধরে অনঅভ্যাসের দরুন সকলের সামনে দাঁড়িয়ে পড়া বলতে ভয় পাচ্ছে। সেই সমস্যা কাটাতেই প্রাথমিক স্তর থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।