হাওড়া, ১৭ এপ্রিল:- আনিস খানের মৃত্যুতে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেফতার ও যথাযথ শাস্তির দাবিতে স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে থানা ঘেরাও ও ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। সংগঠনের কর্মী সমর্থকরা বেতাই থেকে মিছিল করে এদিন আমতা থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এর পাশাপাশি সংগঠনের তরফ থেকে এক প্রতিনিধি দল থানায় স্মারকলিপি দেন। এই কর্মসূচি ঘিরে আমতা থানার সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।