এই মুহূর্তে কলকাতা

নলেন গুড়কে বিশ্ব দরবারে তুলে ধরতে জিআই ট্যাগ পেতে আবেদন জানাচ্ছে রাজ্য।


কলকাতা, ১৭ এপ্রিল:- রাজ্যের সংস্কৃতির অঙ্গ রাখি এবং নলেন গুড়কে বিশ্ব দরবারে তুলে ধরতে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ পেতে আবেদন জানানো হচ্ছে। রাজ্যের খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের অধ্যাপক দিব্যেন্দুবিকাশ দত্ত বলেন, রাখির জন্য কালনা ও নলেন গুড়ের জন্য মাজদিয়াকে চিহ্নিত করা হয়েছে। সেখানে গিয়ে এলাকা পর্যবেক্ষণ করে রিপোর্ট তৈরির কাজ চলছে। এরপর জিআই ট্যাগের জন্য আবেদন জানানো হবে। তিনি বলেন, খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের কর্তারা পর্যবেক্ষণ করে দেখেছেন, নদিয়ার মাজদিয়ার নলেন গুড়ের কদর তুলনাহীন। এখানকার নলেন গুড় বিক্রি হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে।

তাই জিআই ট্যাগ পেতে এখানে নলেন গুড় তৈরির ইতিহাসকে তুলে ধরা হচ্ছে। অন্যদিকে বর্তমান রাজ্য সরকার কালনায় রাখি ক্লাস্টার তৈরি করেছে। প্রায় ৩০ বছর ধরে ওই এলাকায় রাখি তৈরি করা হচ্ছে যা দিল্লী মুম্বাই সহ বাইরের বহু রাজ্যে রপ্তানি করা হয়। জিআই ট্যাগের জন্য এখানকার রাখি তৈরির ইতিহাস, ব্যবসা-বাণিজ্যের তথ্য জোগাড় করা হয়েছে। কালনা উইভার্স অ্যান্ড আর্টিজেন ওয়েলফেয়ার সোসাইটি’র কর্তা তপন মোদক বলেন, কালনার রাখির সুদীর্ঘ ইতিহাস। এখানকার রাখি জিআই ট্যাগ পেলে বাংলার মুকুটে নতুন পালক যুক্ত হবে। শিল্পের প্রসার হবে। বাড়বে কর্মসংস্থান।