হাওড়া, ১৬ এপ্রিল:- বালিগঞ্জের ফল নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। শনিবার হাওড়ায় তিনি বলেন, “দ্বিতীয় স্থানে থাকা সিপিএম অক্সিজেন পেল না তৃণমূল কষ্ট পেল তা সময় এলেই বুঝতে পারা যাবে।” পাশাপাশি, আসানসোলে অগ্নিমিত্রা পলের উপরে বোতল ছুঁড়ে মারা ও জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনায় অর্জুন বলন, এই ধরণের রেষারেষি না করলেই ভালো।শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে বিকেলে উত্তর হাওড়ায় আয়োজিত এক শোভাযাত্রায় অংশ নেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন গুলমোহর মাঠ থেকে রামসীতা মন্দির পর্যন্ত এক বিশাল শোভাযাত্রা বের করা হয়। এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন বিজেপি সাংসদ অর্জুন সিং। তিনি জানান, আমাদের কাজ আমরা করছি।
আমাদের যেসব কর্মীরা রয়েছেন মিছিলে তাদেরকে নির্দেশ দেওয়া রয়েছে যাতে কোনরকম উস্কানিমূলক কাজ না করেন। বাদবাকি কাজ প্রশাসনের দেখার রয়েছে। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে বাবুল সুপ্রিয়র জয় নিয়ে তেমন কিছু মন্তব্য না করলেও বালিগঞ্জের ফল নিয়ে অর্জুন সিং সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, সেখানে সিপিএম অক্সিজেন পেল না তৃণমূল কষ্ট পেল তা সময় এলেই বুঝতে পারা যাবে। পাশাপাশি আসানসোলে অগ্নিমিত্রা পলের উপরে বোতল ছুঁড়ে মারা ও জয় বাংলা স্লোগান দেওয়াকে তিনি বলন, এই ধরণের রেষারেষি না করলেই ভালো। রাজনীতি কোন দিকে যাচ্ছে তা সবাই দেখতে পাচ্ছেন। রাজনীতিতে এমন কাজ না হওয়াই উচিত। রাজনীতি পরিবেশ-পরিস্থিতি পশ্চিমবঙ্গে আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে। এটা ভালো জায়গা না নিয়ে এলে অবস্থা আরও খারাপ হবে। এটা অবিলম্বে বন্ধ করা দরকার।