এই মুহূর্তে কলকাতা

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হলো বিজেপির।


কলকাতা, ১৬ এপ্রিল:- গোহারা তো বটেই। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে জামানত বাজেয়াপ্ত হল বিজেপির। তাঁকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এল সিপিএম। তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, সুব্রত মুখোপাধ্যায়ের স্মৃতিধন্য বালিগঞ্জ আসনে জয়ের আশা অতি বড় বিজেপি সমর্থকেরও ছিলনা। কিন্তু মাত্র ৫ শতাংশ ভোট পেয়ে এখন ঘরে-বাইরের মুখ লুকানোর জায়গা নেই তাদের। নির্বাচন কমিশনের হিসেব বলছে বালিগঞ্জ উপনির্বাচনে মোট ভোট পড়েছিল ১০৩০৩১। যার মধ্যে পোস্টাল ব্যালটও ছিল। নির্বাচন কমিশনের নিয়ম বলে, মোট প্রাপ্ত বৈধ ভোটের ছয় ভাগের এক ভাগ অন্তত পেতেই হবে জামানত রক্ষা করতে। সেই হিসেবে ১০৩০৩১÷৬= ১৭,১৭১ টি ভোট জামানত রক্ষা করতে পেতেই হত প্রতিটি দলকে। কিন্তু কেয়া পেয়েছেন ১৩ হাজার ২২০টি ভোট।

শতকরা হিসেবে মাত্র ১২.৮৩% ভোট। ২১-এর নির্বাচনে ১ লাখের বেশি ভোট পেয়ে বালিগঞ্জ থেকে তৃতীয়বারের জন্য তৃণমূলের টিকিটে বিধানসভা গিয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। অসুস্থ সুব্রতর মৃত্যুর কারণেই এখানে উপনির্বাচন। বছর খানেক আগে এই বালিগঞ্জ থেকেই বিজেপির লোকনাথ চট্টোপাধ্যায় পেয়েছিলেন ৩১ হাজার ২২৬টি ভোট। উপনির্বাচনে জয় হয়ত অতিবড় বিজেপি সমর্থকও আশা করেননি। কিন্তু তাবলে মাত্র ১৩ হাজার ২২০! উপনির্বাচনের আগে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিভিন্ন টিভি চ্যানেলে বসা কেয়া ঘোষকে প্রার্থী করে চমক দিতে চেয়েছিল বিজেপি। কিন্তু বাংলা যে অনেক আগেই তাদের প্রত্যাখ্যান করেছে তা হয়ত গেরুয়া শিবিরের নেতারা বুঝতে পারেননি।